শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা
অ ন্য খ ব র

প্রেমিকার সঙ্গে দেখা ৭৫ বছর পর

প্রেমিকার সঙ্গে দেখা ৭৫ বছর পর

১৯৪৪ সালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনা কর্মকর্তা কেটি রবিন্স পূর্ব ফ্রান্সে একটি রেজিমেন্টে নিযুক্ত ছিলেন। সেখানে তরুণ রবিন্স ১৮ বছর বয়সী ফরাসি তরুণী জেনেই পিয়ারসন নি গেনেইয়ের প্রেমে পড়েন। তবে তাদের দেখা হওয়ার দুই মাসের মধ্যেই পূর্ব ফ্রন্টের উদ্দেশে কেটি রবিন্সকে তাড়াহুড়ো করে গ্রাম ছেড়ে যেতে হয়। তারপর দীর্ঘ ৭৫ বছর পেরিয়ে গেছে। তাদের দেখা হয়নি ঠিকই, কিন্তু জেনেইয়ের শেষ স্মৃতি একটি ছবি হাতছাড়া করেননি রবিন্স। এরপর একদিন ফ্রান্সের একদল সাংবাদিক বিশেষ প্রতিবেদনের কাজে রবিন্সের সাক্ষাৎকার নিতে আসে। সাংবাদিকদের বিষয়টি জানান তিনি। সেই সংবাদিকরাই দেশে ফিরে খুঁজে বের করেন  জেনেইয়াকে। দিনকয়েক আগে নরম্যান্ডি ল্যান্ডিংয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্সে যান রবিন্স। তিনি ভাবতেও পারেননি, তার জন্য কত বড় বিস্ময় অপেক্ষা করছে সেখানে। রবিন্সকে চমকে দিতে, ফ্রান্সের ওই সাংবাদিকরা সেই নারীকে নিয়ে মুখোমুখি করেন দুজনকে। দীর্ঘ ৭৫ বছর পর দেখা হতেই তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরেন।

সর্বশেষ খবর