গত ডিসেম্বরে আল আজিজিয়া স্টিল দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাত বছরের জেল হয়েছে। আপাতত লাহোরের কোট লাখপত জেলেই বন্দী রয়েছেন তিনি। কিন্তু নওয়াজ শরিফকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তার মেয়ে মরিয়ম নওয়াজ এবং এটা যে অন্যায়ভাবে করা হয়েছে তার বিভিন্ন প্রমাণ দাখিলের চেষ্টা করছেন। এর অংশ হিসেবে বিচারকের আরও দুটি গোপন ভিডিও ফাঁস করেছেন তিনি। এর আগে গত শনিবার বিচারপতি আরশাদ মালিকের সঙ্গে এক ব্যক্তির কথোপকথনের একটি ভিডিও প্রকাশ করেন মরিয়ম।
পাকিস্তানের সংবাদপত্র ডন এক প্রতিবেদনে জানায়, নওয়াজকন্যা মরিয়ম বুধবার টুইটারে ভিডিও দুটি পোস্ট করেন। যাতে অ্যাকাউন্টিবিলিটি কোর্টের বিচারপতি আরশাদ মালিককে নাসির বাট নামে এক ব্যক্তির বাড়িতে যেতে দেখা যায়। দূর থেকে ধারণ করা ওই ভিডিও দুটির প্রথমটিতে কারও চেহারা স্পষ্ট নয়। তবে দ্বিতীয় ভিডিওটিতে মরিয়াম দাবি করেন, নাসির বাট বিচারপতি আরশাদ মালিকের বাসভবনে প্রবেশ করেছেন এবং তার সঙ্গে নওয়াজের বিচারের রায় নিয়ে কথা বলেছেন। বিচারপতি আরশাদ মালিক আগের কথোপকথন অস্বীকার করে যে বক্তব্য দিয়েছেন, এ দুটি ভিডিওর মাধ্যমে তা মিথ্যা প্রমাণিত হলো।
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        