মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দাবানলের ধোঁয়ায় ঢাকা অস্ট্রেলিয়ার রাজধানী

অস্ট্রেলিয়ায় এখনো থামেনি দাবানলের তান্ডব। দাউ দাউ জ্বলছে চারদিক। আকাশ হয়ে উঠছে যেন রক্তরাঙা। একদিকে পরিস্থিতি সামাল দিতে দিতেই পুড়ছে আরেক দিক। সেই ভয়াবহতা এখন গ্রাস করছে রাজধানী ক্যানবেরায়। ধোঁয়ার কারণে বায়ু দূষণের মাত্রা চরম অবস্থায় পৌঁছেছে। এখন বিশ্বের সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে এই নগরী। কেবল বাইরেই নয় বাড়ি, অফিস, শপিংমল সব জায়গাতেই একই পরিস্থিতি। অসুস্থরা এ বায়ুদূষণে আরও ক্ষতির মুখে রয়েছে এবং এ অবস্থা কতদিন বিরাজ করবে তাও কারও জানা নেই।

ধোঁয়ার কারণে ব্যাহত হচ্ছে দাবানলে আটকা পড়া মানুষদের উদ্ধারকাজও। গত পরশু ও গতকাল ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসে একটু করে বৃষ্টি হচ্ছে। ফলে তাপমাত্রা ও বাতাসের গতি কিছুটা কমে গেছে। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে বিপদ সহসাই কাটবে না।

সর্বশেষ খবর