সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইয়েমেনের সেনা প্রশিক্ষণ শিবিরে হামলা, নিহত ৮৩

ইয়েমেনের মারিব শহরের একটি সেনা প্রশিক্ষণ শিবিরে হামলায় ৮৩ সেনা সদস্য নিহত ও ১৪৮ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। হামলার জন্য ইরান সমর্থিত হুথি বাহিনীকে দুষছে দেশটির সৌদি সমর্থিত সেনাবাহিনী। শনিবার ড্রোন ও মিসাইল দিয়ে ওই হামলা চালানো হয়। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বরাবরই সমর্থন দিয়ে আসছে ইরান। অন্যদিকে, আন্তর্জাতিক মহলে স্বীকৃত ইয়েমেনের সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। শনিবার সন্ধ্যায় নামাজের সময় ওই সেনা ক্যাম্পের মসজিদকে লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে মারিব সিটি হাসপাতালে মৃতদেহগুলো জড়ো করা হয়। হাসপাতালের একটি সূত্র মৃতদেহ ও আহতের সংখ্যা নিশ্চিত করে। ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখলের পর ইয়েমেনে সংঘাত শুরু হয়। মারিবের এ হামলা এযাবৎ সবচেয়ে ভয়াবহ হামলার একটি। হামলার এক দিন আগে সামরিক জোটের সহায়তায় ইয়েমেন সরকার সানার উত্তরে নিহম অঞ্চলে বড় ধরনের অপারেশন শুরু করে। প্রসঙ্গত, রাজধানী সানাসহ ইয়েমেনের বড় শহরগুলো হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে হামলার পর এখনো হুথি বাহিনী এর দায় স্বীকার করেনি।

সর্বশেষ খবর