মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

তুরস্ক-রাশিয়া দ্বন্দ্বে বাজিমাত আসাদের

রাশিয়া ও তুরস্কের মধ্যে উত্তেজনার সুযোগে সিরিয়ার আসাদ সরকার আলেপ্পো প্রদেশের বড় অংশের নিয়ন্ত্রণ কেড়ে নিয়েছে। বলা হচ্ছে, সিরিয়ায় প্রভাব বিস্তার করার ক্ষেত্রে আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে রেষারেষি যতই বাড়ছে, বাশার আল আসাদ সরকারের ক্ষমতাও ততই সম্প্রসারিত হচ্ছে। রবিবার আসাদ বাহিনী উত্তর পশ্চিমে আলেপ্পো প্রদেশের আরও এলাকার নিয়ন্ত্রণ বিদ্রোহীদের কাছ থেকে উদ্ধার করেছে। সেই এলাকায় তুরস্ক ও রাশিয়ার মধ্যে উত্তেজনার ফলে বিদ্রোহীদের অবস্থান দুর্বল হয়ে পড়েছিল। এতকাল এই দুই দেশের মধ্যে সহযোগিতার ফলে আসাদ বাহিনী কিছুটা কোণঠাসা হয়ে ছিল। ন্যাটোর সদস্য দেশ হওয়া সত্ত্বেও সিরিয়ায় নিজস্ব স্বার্থ রক্ষা করতে তুরস্ক সব সমালোচনা উপেক্ষা করে ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে হাত মিলিয়েছিল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের জন্য সেই সহযোগিতা শেষ পর্যন্ত সুখকর হয়নি। সংকট কাটাতে দুই দেশের মধ্যে গতকালই মস্কোয় আলোচনা হওয়ার কথা। সেই সুযোগটি কাজে লাগিয়েছেন আসাদ।

সর্বশেষ খবর