শনিবার, ১৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির রেকর্ড

দীপক দেবনাথ, কলকাতা

অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির রেকর্ড

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অ-কংগ্রেসি রাজনীতিবিদ হিসেবে সবচেয়ে বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী পদে থাকার রেকর্ড গড়েছেন। প্রধানমন্ত্রী পদে বেশি সময় ধরে থাকার রেকর্ড জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী ও মনমোহন সিং-এর মতো তিন রাজনীতিবিদের। তবে তারা প্রত্যেকেই ছিলেন কংগ্রেসের। কিন্তু অ-কংগ্রেসি প্রধানমন্ত্রীদের মধ্যে এত দিন সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন অটলবিহারি বাজপেয়ি। মোট তিন দফায় প্রধানমন্ত্রীর পদে বাজপেয়ি ক্ষমতায় ছিলেন ২,২৬৮ দিন। প্রথম মেয়াদে ১৯৯৬ সালের ১৬ মে থেকে ১৯৯৬ সালের ২৮ মে পর্যন্ত মাত্র ১৩ দিনের প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ি। দ্বিতীয় মেয়াদে ৪০৮ দিন (১৯৯৮ সালের ১৯ মার্চ থেকে ১৯৯৯ সালের ১৭ এপ্রিল)। তৃতীয় মেয়াদে ক্ষমতায় ছিলেন ১৮৪৭ দিন (১৯৯৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০০৪ সালের ২২ মে পর্যন্ত)।  গত ১৩ আগস্ট বাজপেয়ির সেই রেকর্ড ভাঙেন নরেন্দ্র মোদি। ২০১৪ সালের ২৬ মে প্রথম দফায় ভারতের ১৪ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদি। প্রধানমন্ত্রী পদে দ্বিতীয় দফায় শপথ নেন ২০১৯ সালের ৩০ মে। মোদির আগে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহেরু ক্ষমতায় ছিলেন ১৭ বছর। তার কন্যা ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন ১১ বছর। কংগ্রেস নেতা মনমোহন সিং দুই দফায় প্রধানমনত্রী ছিলেন মোট ১০ বছর।

 

সর্বশেষ খবর