শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

কিরগিজস্তানের ক্ষমতা নিলেন জাপারভ

কিরগিজস্তানের ক্ষমতা নিলেন জাপারভ

কিরগিজস্তানে পার্লামেন্টের ভোটে রাজধানী বিশকেকে জরুরি অবস্থার অবসান হয়েছে। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে দেশের অন্তর্র্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন নতুন প্রধানমন্ত্রী সাদির জাপারভ।

কিরগিজস্তানে গত ৪ অক্টোবরের নির্বাচনে জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অস্থিরতা প্রশমনে গত সপ্তাহে জরুরি অবস্থা জারি করেছিলেন সাবেক প্রেসিডেন্ট সুরনবাই জেনবেকোভ। চলমান এই রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করলে ওই পদে কে বসবেন, তা নিয়েও বিরোধীদের মধ্যে দ্বন্দ্ব পরিস্থিতি জটিল করে তুলেছিল।

সর্বশেষ খবর