রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলের হামলা

নিরস্ত্র ফিলিস্তিনিদের বিক্ষোভে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে আহত হয়েছে অন্তত ১৬ ফিলিস্তিন নাগরিক। শুক্রবার জুমার নামাজের পর পরই এই হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, জুমার নামাজের পর ইসরায়েলি বাহিনীর দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ করে ফিলিস্তিনের সাধারণ জনগণ। ফিলিস্তিনি বিক্ষোভকারীরা ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। বিক্ষোভে দখলদার বাহিনীর আগ্রাসন রুখতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। বিক্ষোভকারীদের একজন জানিয়েছেন, আমরা এখানে জড়ো হয়েছি ইসরায়েলি বাহিনীর দখলদারিত্বের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতে। কোনো অবস্থাতেই তাদের অত্যাচার মেনে নেওয়া হবে না। যতদিন দাবি আদায় না হবে, ততদিন এ লড়াই চলবে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা। জবাবে তাদের দিকে পাথর ছুড়ে মারে বিক্ষোভকারীরা। এরপর তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ইসরায়েলি সৈন্যরা। এতে আহত হন অন্তত ১৬ ফিলিস্তিনি নাগরিক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। এতে দখলদার বাহিনীর হামলায় হতাহত হয়েছেন বহু নিরীহ ফিলিস্তিনি।

সর্বশেষ খবর