সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

৯.২ ট্রিলিয়ন ডলার ক্ষতির মুখে বিশ্ব

ভ্যাকসিন প্রয়োগে বৈষম্য

ভ্যাকসিন প্রয়োগে বৈষম্যের শিকার হচ্ছে বিশ্বের দরিদ্র দেশগুলো। এর ফলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এ বিষয়ে ব্লুমবার্গের ভ্যাকসিন ট্র্যাকার বলছে, ভ্যাকসিন প্রয়োগে এ অসমতা বৈশ্বিক অর্থনীতিতে ৯ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করতে পারে।

ট্র্যাকার তথ্য অনুযায়ী, গত সপ্তাহে প্রতিদিন গড়ে বিশ্বজুড়ে ৪৫ লাখ ৪০ হাজার ডোজ টিকা দেওয়া হয়। বিশ্বজুড়ে ১১ কোটি ৯৮ লাখ  ডোজ টিকাদানের মধ্যে ৪০ শতাংশই প্রয়োগ করা হয়েছে শুধু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে। এ ক্ষেত্রে ভ্যাকসিন প্রয়োগ থেকে পিছিয়ে থাকছে উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলো। আফ্রিকায়  কেবল মিসর, মরক্কো, সেশেলস ও গিনিতে টিকা প্রয়োগ শুরু হয়েছে। মধ্য এশিয়া ও মধ্য আমেরিকার বেশির ভাগ অংশে এখনো টিকাদান কার্যক্রম শুরু হয়নি। এর মানে হলো, উদীয়মান অর্থনীতির দেশগুলো অর্থনৈতিকভাবে আরও পিছিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে। যার কারণে সম্পূর্ণভাবে টিকাদান করা দেশগুলো থেকে তাদের পণ্যের চাহিদা সরবরাহ থেকে বঞ্চিত হতে পারে। সবচেয়ে খারাপ বিষয়, করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বজুড়ে লড়াই না করার অর্থ হলো ভাইরাসের পরিবর্তিত রূপগুলো পুনরায় স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকট সৃষ্টি করতে পারে।

সর্বশেষ খবর