শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ইয়েমেনে করোনার চেয়েও প্রাণঘাতী হয়ে উঠেছে ব্রিটিশ অস্ত্র

ইয়েমেনে করোনার চেয়েও প্রাণঘাতী হয়ে উঠেছে ব্রিটিশ অস্ত্র

ইয়েমেনে প্রাণঘাতী করোনাভাইরাসের চেয়েও মারাত্মক হয়ে উঠেছে সৌদি জোটের ব্যবহার করা ব্রিটিশ অস্ত্র। এই মন্তব্য করেছেন, হুতি নেতা মোহাম্মদ আলী আল-হুথি। এ জন্য তিনি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ইয়েমেনে যুদ্ধবিরতির জন্য ব্রিটিশ সরকার যে আহ্বান জানিয়েছে তাকে দ্বিচারিতা বলেও মন্তব্য করেছেন আলী আল-হুথি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব শিগগিরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করবেন। যে বৈঠক থেকে সোমালিয়া, দক্ষিণ সুদান এবং ইয়েমেনে করোনা ভ্যাকসিন বিতরণের জন্য যুদ্ধবিরতির প্রচেষ্টা চালানো হবে। কিন্তু ইয়েমেনের জনগণের ওপর যে অস্ত্র ব্যবহার করা হচ্ছে তার বড় অংশই ব্রিটিশ অস্ত্র।

সর্বশেষ খবর