রবিবার, ১৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

মুসলিমদের পাশে থাকার অঙ্গীকার আরডার্নের

মুসলিমদের পাশে থাকার অঙ্গীকার আরডার্নের

আবারও মুসলিম সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন। ক্রাইস্টচার্চে ২০১৯ সালে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৫১ জন মুসলিমকে নৃশংসভাবে হত্যার দ্বিতীয় বার্ষিকীকে সামনে রেখে এক আবেগঘন স্মরণসভায় বক্তব্য রেখেছেন তিনি। এ সময় তিনি বলেছেন, মুসলিম সম্প্রদায়কে সমর্থন দেওয়ার দায়িত্ব আছে তার দেশের। দুই বছর আগে ১৫ মার্চ দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজ আদায়কালে সন্ত্রাসী ব্রেন্টন টেরেন্ট গুলি করে হত্যা করে বাংলাদেশিসহ কমপক্ষে ৫১ জন মুসলিমকে। এ ঘটনায় প্রধানমন্ত্রী আরডেন সেদিন দ্রুত মুসলিমদের কাছে ছুটে যান। তাদের রীতি অনুসরণ করে তাদের সান্ত্বনা দেন। বুকে জড়িয়ে নেন ক্রন্দনরত মানুষকে। তার ওই সময়ের ভূমিকা সারা পৃথিবীতে ব্যাপক প্রশংসিত হয়। ওই হত্যাকান্ড থেকে রক্ষা পেয়েছেন তেমেল আতাকোকুগু। তার মুখে, হাতে, পায়ে ৯টি গুলি করা হয়েছিল। ভাগ্যক্রমে তিনি বেঁচে আছেন। স্মরণসভায় তিনি কেঁদেছেন। তিনি সেদিনের কথা বর্ণনা করেন। একপর্যায়ে ঘটনার বর্ণনা দিতে দিতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

সর্বশেষ খবর