শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে স্থগিত জনসনের টিকা

যুক্তরাষ্ট্রে স্থগিত হয়ে গেল জনসন অ্যান্ড জনসন করোনা ভ্যাকসিনের প্রয়োগ। সিঙ্গল ডোজের এই ভ্যাকসিনের ফলে একাধিক ব্যক্তির শরীরে রক্ত জমাট বেঁধেছে বলে রিপোর্ট এসেছে। তারপরই এই ভ্যাকসিন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ভ্যাকসিনের প্রায় ৬৮ লাখ ডোজ বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে আছে।

মঙ্গলবার একটি যৌথ বিবৃতি জারি করে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে তারা রিপোর্ট পেয়েছে যে জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন নেওয়ার পর ৬ জন নারীর  শরীরে রক্ত জমাট বেঁধেছে। ভ্যাকসিন নেওয়ার পরদিনই এই ঘটনা ঘটেছে। তাদের পেটলেট কাউন্ট পড়ে গেছে। রক্তের জমাট বেঁধে গেছে। এর জন্য তাদের স্বাভাবিক চিকিৎসা শুরু হয়েছে। রক্ত ??পাতলা করার জন্য হেপারিন ব্যবহার করা হচ্ছে। তবে এটি বিপজ্জনক হতে পারে। তবে বেশিরভাগ টিকা গ্রহণকারীর কোনো সমস্যা হয়নি বা হলেও তা মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া। যদিও জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন ব্যবহার থামিয়ে দিলেও মর্ডানা ও ফাইজারের ভ্যাকসিন চলছে দেশটিতে। ফেব্রুয়ারি মাসে জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিনকে ছাড়পত্র দেয় আমেরিকা। জনসন অ্যান্ড জনসনের তরফে দাবি করা হয়েছিল, তাদের তৈরি একটি মাত্র টিকা প্রয়োগ করলেই মানবদেহে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধী ক্ষমতা গড়ে উঠবে।

সর্বশেষ খবর