শনিবার, ১ মে, ২০২১ ০০:০০ টা

দিল্লিকে বাঁচাতে রাষ্ট্রপতি শাসন দাবি

দিল্লিকে বাঁচাতে রাষ্ট্রপতি শাসন দাবি

করোনাভাইরাসের তান্ডবে বিপর্যস্ত ভারত। হাসপাতালে বেডের অভাব, অক্সিজেন-ওষুধের হাহাকার- এসব তো রয়েছে, এমনকি দিল্লিতে শ্মশানেও জায়গা নেই। আরও ভয়াবহ অবনতির কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারির আবেদন করেছে আম আদমি পার্টির বিধায়ক শোয়েব ইকবাল। তিনি দিল্লি হাই কোর্টে এ আবেদন করেন। তিনি ছয়বার বিধায়ক হয়েছেন। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘দিল্লির পরিস্থিতি দেখে আমার কান্না পাচ্ছে। অক্সিজেন নেই, ওষুধ নেই। আমার বন্ধু মৃত্যুশয্যায়।  ভেন্টিলেটরের ব্যবস্থাও করা যায়নি তার জন্য। আমি এটাও জানি না তার জন্য কি করতে পারব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর