বুধবার, ১৬ জুন, ২০২১ ০০:০০ টা

বিতর্কিত মিছিল অনুমোদন করল ইসরায়েলের নতুন সরকার

জেরুজালেমের পুরনো শহরের দামেস্ক গেট দিয়ে পতাকা মিছিল করতে যাচ্ছে ইসরায়েলি ডানপন্থি কয়েকটি দল। এ নিয়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়েছে। হুমকি দিয়েছে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসও। এরই মধ্যে ওই এলাকা টহল দিতে শুরু করেছেন ইসরায়েলি অস্ত্রধারী নিরাপত্তা বাহিনীর সদস্যরা। শহরজুড়েই নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। বসানো হয়েছে অতিরিক্ত বেশ কয়েকটি চেকপয়েন্ট। বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকটি রাস্তা। ফিলিস্তিনিরা প্রতিবাদ করতে জড়ো হতে পারে এই আশঙ্কা থেকে দামেস্ক গেটের বাইরে ব্যারিয়ার বসানো হয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলের নতুন সরকারই এই বিতর্কিত মিছিলটি অনুমোদন দিয়েছে।

এতে যোগ দেবে দেশটির ডানপন্থি সমর্থকরা এবং সেটলাররা। নাফটালি বেনেট প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই নতুন উত্তেজনা দেখা গেল।

সর্বশেষ খবর