শনিবার, ১৯ জুন, ২০২১ ০০:০০ টা
নন্দীগ্রাম মামলা

বেঞ্চ পরিবর্তনের আবেদন মমতার

কলকাতা প্রতিনিধি

কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে ‘নন্দীগ্রাম’ বিধানসভা কেন্দ্রে ভোট পুনর্গণনা মামলার শুনানি অন্য বেঞ্চে সরানোর আবেদন করেছেন বাদী মুখমন্ত্রী মমতা ব্যানার্জি।

সম্প্রতি বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার ‘নন্দীগ্রাম’ আসনে মমতাকে পরাজিত করে জয়ী হন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। কিন্তু নন্দীগ্রামে গণনার কারচুপির অভিযোগ এনে নতুন করে গণনার দাবি জানিয়ে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে ওই মামলা করেন রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রধান ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গেল বেঞ্চে ওই মামলার শুনানির কথা থাকলেও বাদী (মমতা ব্যানার্জি) উপস্থিত না থাকায় এ মামলার শুনানি পিছিয়ে দেন বিচারপতি কৌশিক চন্দ।  আগামী বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। এরই মধ্যে বিচারপতি কৌশিক চন্দের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের  একটি অনুষ্ঠানে বিচারপতি কৌশিক চন্দকে  দেখা গেছে বলে অভিযোগ তোলেন তৃণমূলের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন।

সর্বশেষ খবর