শনিবার, ২৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

মঙ্গলে আবাস গড়ার ডাক দিলেন মাস্ক

মঙ্গলে আবাস গড়ার ডাক দিলেন মাস্ক

এই গ্রহের জনসংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। একটা সময় আসবে যখন পৃথিবীতে মানুষের আর থাকার জায়গা থাকবে না। টেসলা কোম্পানির মালিক এবং বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী এলন মাস্ক বলেছেন, এবার মঙ্গলগ্রহে কলোনি গড়ার কাজ শুরু হওয়া উচিত। সম্প্রতি এক টুইট করেছেন মাস্ক। তাতে তিনি লিখেছেন, ‘আমি এক ভালো দৃষ্টান্ত স্থাপন করতে চাইছি। জনসংখ্যার বিস্ফোরণ কতটা বড় সমস্যা মানুষ বুঝছে না। এই সমস্যা একমাত্র পৃথিবীরই। মঙ্গলের চাই মানুষ কারণ সেখানে একটাও মানুষ নেই। মঙ্গলে প্রাণ আনা যাক!’ মাস্ক যখন এই আহ্বান জানাচ্ছেন তখন বিশ্বের দুজন ধনকুবের নিজস্ব পরিবহনে মহাশূন্য ভ্রমণ করে পৃথিবীতে ফিরে এসেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর