বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ভবানীপুরে প্রার্থীই ঠিক করতে পারছে না বিজেপি!

৩০ সেপ্টেম্বর ভবানীপুরে পশ্চিমবঙ্গের বিধানসভার উপনির্বাচন। সেই নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূলের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু বিজেপি কাকে প্রার্থী করছে তা নিয়ে অবশ্য এখনো চূড়ান্ত কিছু জানানো হয়নি। তবে এরই মধ্যে  এ নিয়ে অনেকটা ব্যঙ্গাত্মক টুইট করলেন তথাগত রায়। তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গ বিজেপির সুবোধ’। কিন্তু এরপরই তিনি প্রশ্ন করেন, ‘কে এই সুবোধ’ যদিও এরপর নিজেই সেই উত্তর দিয়ে বলেন, ‘ওই যে বিজেপি কার্যালয়ে ফুটফরমাশ খাটে, চপ-শিঙাড়া এনে দেয়! চপই তো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ!’ বিজেপি সূত্রের খবর, ইতিমধ্যেই ভবানীপুরে প্রার্থী নিয়ে ফোনে অনেকটা আলোচনা করেছেন রাজ্য বিজেপির নেতারা। ওই আলোচনায় চারজনের নাম উঠে এসেছে।

তারা হলেন- দীনেশ ত্রিবেদী, তথাগত রায়, রুদ্রনীল ঘোষ এবং অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, একুশের নির্বাচনে ভবানীপুরে বিজেপির প্রার্থী হয়েছিলেন রুদ্রনীল ঘোষ। তবে শোচনীয় পরাজয় হয় তার। অনির্বাণ গঙ্গোপাধ্যায় ছিলেন বোলপুরে বিজেপি প্রার্থী। তিনিও নির্বাচনে হেরেছেন। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন দীনেশ ত্রিবেদী। তাকেই বিজেপি ময়দানে নামাতে পারে বলে জোর খবর। এমনকি একুশের নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন তথাগত রায়। তবে তাকে টিকিট দেওয়া হয়নি। তাই তথাগতর মতো পুরনো বিজেপি নেতাকে প্রার্থী করার কথা ভাবছে গেরুয়া শিবির। এমন সময় এই টুইট অস্বস্তি বাড়িয়ে দিল বঙ্গ-বিজেপি নেতৃত্বের।

সর্বশেষ খবর