বুধবার, ৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
খাদ্য সংকট মোকাবিলা

ছয় বিলিয়ন ডলার দিতে চান ইলন

ছয় বিলিয়ন ডলার দিতে চান ইলন

টেসলা এবং স্পেসএক্সের সিইও ইলন মাস্কের সম্পদে এ বছর ১৪০ বিলিয়নেরও বেশি যোগ হয়েছে। বর্তমানে তার সম্পদের পরিমাণ প্রায় ৩০০ বিলিয়ন ডলার। অঢেল সম্পদের মালিক হলেও দান খয়রাতে তার তেমন সুনাম নেই। তবে এবার বড় অংকের অর্থ অনুদান দিতে চলেছেন এলান মাস্ক। আর সেটা খাদ্য সমস্যা সমাধানে। অর্থের পরিমাণ ৬ বিলিয়ন ডলার (প্রায় ৫১ হাজার কোটি টাকা)। এই অর্থ দিয়ে খাদ্য সংকটে থাকা প্রায় সোয়া ৪ কোটি মানুষের খাওয়ার সমস্যা মিটবে।

এ বিষয়ে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম পরিচালক ডেভিড বিসলি   ইলন মাস্কের সঙ্গে কথাও বলেছেন। তবে এই অর্থ ব্যয়ের রোডম্যাপ চেয়েছেন ইলন মাস্ক।

বেজোস।

নিজের টুইটার অ্যাকাউন্টে ইলন লিখেন, ৬ বিলিয়ন ডলার অনুদান ঠিক কীভাবে বিশ্বের খাদ্য সংকটের সমাধান করবে তা যদি ডব্লিউএফপি বর্ণনা করতে পারে, তাহলে তিনি ‘টেসলার শেয়ার বিক্রি করে এই অনুদান দেবেন।’ একটি ফলো-আপ টুইটে মাস্ক যোগ করেন, জাতিসংঘের পরিকল্পনায় অবশ্যই ‘ওপেন সোর্স অ্যাকাউন্টিং অন্তর্ভুক্ত করতে হবে, যাতে অর্থ ব্যয়ের মাধ্যম সবাই স্পষ্টভাবে দেখতে পায়।’ সিএনবিসি

সর্বশেষ খবর