শনিবার, ৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

নাম বিভ্রাটে ফেসবুক

একই নামের দুই সংস্থা, বিভ্রাট চরমে! গত মাসেই ফেসবুক নিজের নাম বদলে ‘মেটা’ রেখেছে। লোগো ও নাম বদলে ফেসবুক থুড়ি মেটার বর্তমান স্লোগান... ‘মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের বিবর্তন হচ্ছে, তাই আমরাও নিজেদের উন্নত করছি।’ কিন্তু সমস্যা হয়েছে অন্য জায়গায়। জানা গেছে, অন্য একটি সংস্থা নাকি আগস্ট মাসেই ‘মেটা’ নামটির জন্য নথিভুক্তকরণ সেরে রেখেছিল। ‘মেটা পিসি’ নামের এই সংস্থাটি মূলত কম্পিউটার, ল্যাপটপ,  ও সফটওয়্যার বিক্রি করে। সংস্থার মালিক জো ডার্গার ও জ্যাক শাট জানিয়েছেন, তাদের সংস্থা ‘মেটা পিসি’ এক বছরের কিছু বেশি সময় ধরে চালু রয়েছে। তবে আগস্ট মাসেই তারা প্রথম ব্র্যান্ড হিসেবে ‘মেটা’ নামটির জন্য আবেদন করেন। জো ও জ্যাকের সংস্থা অবশ্য এখনো মেটা নামের অধিকার প্রাপ্ত হয়নি। অর্থাৎ এখনো মার্ক জাকারবার্গের সুযোগ রয়েছে নামটি পাওয়ার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর