বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন

মোদিকে আমন্ত্রণ মমতার

আসন্ন বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী। গতকাল নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে এই আমন্ত্রণ জানালেন মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রী মোদি আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানা গেছে। মোদির সঙ্গে সাক্ষাৎ শেষে এদিন মমতা বলেন, ‘রাজ্য এগোলে দেশও এগোবে। সেজন্য ২০ ও ২১ এপ্রিলে পশ্চিমবঙ্গে যে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হবে, সেখানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। করোনার কারণে বাণিজ্যের অবস্থা খারাপ। তাই কেন্দ্র-রাজ্য মিলে একটা সম্মেলন করলে, তা ভালো। আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী।’  একইসঙ্গে রাজ্যের দাবিদাওয়া নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন মমতা।

সামনে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের ওখানে অনেক প্রাকৃতিক বিপর্যয় হয়েছে। আম্ফান, ফণি, যশের কারণে রাজ্যের যে ক্ষতি হয়েছে, এর অনেক টাকা এখনো আমরা কেন্দ্রের থেকে পাই। এ ছাড়া বিভিন্ন প্রকল্পও রয়েছে। কেন্দ্রের কাছে ৯৬ হাজার কোটির বেশি টাকা বকেয়া রয়েছে। আমি প্রধানমন্ত্রীকে বলেছি টাকা দেওয়ার জন্য। টাকা না দিলে রাজ্য কীভাবে চলবে? উনি বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর