রবিবার, ১৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

আবারও কভিড আক্রান্ত সোনিয়া গান্ধী

আবারও কভিড আক্রান্ত সোনিয়া গান্ধী

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হলেন ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। গতকাল কংগ্রেস নেতা জয়রাম রমেশ একটি টুইট করে সোনিয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন। এ নিয়ে গত তিন মাসে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন সোনিয়া। জয়রাম রমেশ টুইট বার্তায় লেখেন, “কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর কভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি সরকারের জারি করা প্রটোকল অনুসরণ করে আইসোলেশনে থাকবেন।” প্রসঙ্গত, গত ১ জুন ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল ও সোনিয়াকে তলব করেছিল ইডি। ৮ জুন ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল সোনিয়ার। তবে তিনি কভিড আক্রান্ত হওয়ায় তিনি হাজিরা দিতে পারেননি। ১২ জুন সোনিয়াকে স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হতে হয়। কভিডের জেরে ফাঙ্গাল সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন সোনিয়া। জানা যায়, শ্বাসনালীতে সংক্রমণের কারণে তার নাক দিয়ে রক্ত পড়ছিল। অবশ্য হাসপাতালে ভর্তি হতেই চিকিৎসায় সাড়া দেন সোনিয়া।

সর্বশেষ খবর