রবিবার, ২১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

‘ইরানের পরমাণু সমঝোতা নিয়ে চুক্তির সম্ভাবনা’

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে আলোচনা চলছে তা থেকে একটি চুক্তি বের করে আনার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন রুশ কূটনীতিক মিখাইল উলিয়ানোভ। ভিয়েনায় জাতিসংঘের দফতরগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ও ইরান সংক্রান্ত আলোচনায় রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানোভ। ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা আবার কার্যকর করার সর্বশেষ আলোচনা গত ৪ আগস্ট শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলে। এবারে আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পক্ষ থেকে একগুচ্ছ প্রস্তাব উপস্থাপন করা হয়। আলোচনায় জড়িত পক্ষগুলো এখন ওই প্রস্তাবনা পর্যালোচনা করে দেখছে। ইরানের পক্ষ থেকে গত মঙ্গলবার ওই প্রস্তাবনার জবাব দেওয়া হয়েছে। খুঁটিনাটি কারিগরি দিকগুলোর জবাব দিয়ে তেহরান বলেছে, আমেরিকা নমনীয় ও বাস্তবদর্শী হলে ভিয়েনা আলোচনা থেকে একটি চুক্তি বের করে আনা সম্ভব হবে।

উলিয়ানোভ শুক্রবার মস্কোয় রাশিয়ার গণমাধ্যমগুলোর একটি যৌথ সম্মেলনে বক্তব্য রাখার সময় বলেন, আগামী কয়েকদিনের মধ্যে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি চূড়ান্ত হতে পারে। তিনি আরও বলেন, ইইউর প্রস্তাবনার যে জবাব ইরান দিয়েছে তা ছিল গঠনমূলক। বর্তমানে পশ্চিমা দেশগুলো ইইউর প্রস্তাবনার পাশাপাশি এ ব্যাপারে ইরানের দেওয়া জবাব পর্যালোচনা করে দেখছে বলে তিনি জানান। ইরানের পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপের বিপরীতে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যেই মূলত ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরিত হয়। কিন্তু ২০১৮ সালে আমেরিকা একতরফাভাবে এ সমঝোতা থেকে বেরিয়ে গেলে এটি নিয়ে অচলাবস্থা তৈরি হয়। ওই অচলাবস্থার অবসান ঘটানোর লক্ষ্যে বর্তমানে ভিয়েনা সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। প্রেসটিভি

 

সর্বশেষ খবর