বুধবার, ৩১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ভারতের নিরাপদ শহর কলকাতা

সবচেয়ে বিপজ্জনক দিল্লি

২০২১ সালে কলকাতায় মোট ১১টি ধর্ষণের ঘটনার রিপোর্ট হয়েছে, দিল্লিতে এ সংখ্যা ১২২৬। ভারতের ১৯টি বড় শহর বা মেট্রোপলিটন শহরের মধ্যে কলকাতাই নারীদের জন্য সবচেয়ে নিরাপদ। এই শহরে ধর্ষণের রিপোর্টের পরিমাণ সবচেয়ে কম। এমন তথ্য উঠে এসেছে দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) সমীক্ষায়। যে সব শহরের জনসংখ্যা ২০ লাখের বেশি, সেই শহরগুলোকে নিয়েই এই সমীক্ষা চালানো হয়েছে। নারীদের জন্য ভারতের সবচেয়ে বিপজ্জনক তিন মেট্রোপলিটন শহরের তালিকায় দিল্লি ছাড়া অন্য যে দুটি শহর রয়েছে, সেগুলো হল জয়পুর (৫০২টি ধর্ষণের ঘটনা) এবং মুম্বাই (৩৬৪টি ধর্ষণের ঘটনা)। অন্যদিকে কলকাতার কাছাকাছি নিরাপদ শহরগুলোর মধ্যে রয়েছে কোয়েম্বাতোর (১২টি ধর্ষণের ঘটনা) এবং পাটনা (৩০টি ধর্ষণের ঘটনা)। এই তালিকায় ভারতের প্রায় সব বড় শহরই রয়েছে। এর মধ্যে রয়েছে ইন্দোর (১৬৫টি ধর্ষণের ঘটনা), বেঙ্গালুরু (১১৭টি ধর্ষণের ঘটনা), হায়দরাবাদ (১১৬টি ধর্ষণের ঘটনা) এবং নাগপুর (১১৫টি ধর্ষণের ঘটনা)। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) রিপোর্ট বলছে, ১৯টি মেট্রোপলিটন শহর মিলিয়ে ২০২১ সালে ভারতে ৩২০৮টি ধর্ষণের ঘটনার রিপোর্ট হয়েছে।

 

সর্বশেষ খবর