বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ফের আর্মেনিয়া-আজারবাইজান সংঘর্ষ, বহু হতাহত

নাগার্নো-কারাবাখে আবার আর্মেনিয়া ও আজারবাইজান সেনার মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে নিজেদের ৪৯ সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে আর্মেনিয়া। তবে সেনা হতাহতের কথা জানালেও সংখ্যা প্রকাশ করেনি আজারবাইজান। দুই পক্ষই একে অপরকে দায়ী করেছে। এই অঞ্চলটি এখন আজারবাইজানের অধীনে হলেও আগে তা আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে ছিল। গতকাল সকালে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, লড়াই এখনো চলছে। পরিস্থিতি যথেষ্ট উত্তেজক। দুই পক্ষই একে অপরের ওপর দায় চাপাচ্ছে। তবে আর্মেনিয়া অভিযোগ করেছে কোনো কারণ ছাড়াই আজারবাইজান সীমান্তে বড় ধরনের আক্রমণ চালিয়েছে। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ভাহে গেভরগিয়ান অভিযোগ করেছেন, আর্মেনীয় ভূখণ্ডের অভ্যন্তরে ‘বড় আকারের সামরিক অভিযান’ চালিয়েছে বাকু। তিনি জানান, সোমবার গভীর রাতে আজারবাইজান প্রবল গোলাবর্ষণ শুরু করে। এদিকে আজারবাইজানের বক্তব্য, আর্মেনিয়ার বাহিনী সোমবার রাতে গোলাগুলি চালাতে শুরু করে। নাগর্নো-কারাবাখ এলাকায় দুই দেশ দুইবার যুদ্ধ করেছে। ৩০ বছর ধরে আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা এই জায়গাটি নিয়ন্ত্রণ করেছে। পরে আজারবাইজান প্রায় পুরো এলাকা দখল নেয়। ২০২০ সালে দুই দেশের মধ্যে যে ছয় সপ্তাহের লড়াই হয়েছিল, তখনই আজারবাইজান নাগর্নো-কারাবাখের প্রায় পুরো এলাকা দখল করে।

সর্বশেষ খবর