বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বার্লিনে ইরানের সঙ্গে বোঝাপড়ার বিরোধিতা করলেন লাপিড

ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জার্মানি সফরে গেলেন ইয়ার লাপিড। তবে তার এই সফরের মূল উদ্দেশ্য ইরানের সঙ্গে ছয় জাতির পরমাণু চুক্তি যাতে বাস্তবায়ন না হয়। প্রধানমন্ত্রী লাপিড অবিলম্বে সেই ইরানের সঙ্গে ওই আলোচনা বন্ধ করার জন্য চাপ দিচ্ছেন। তার মতে, এই প্রক্রিয়ার মাধ্যমে ইরানের হাতে পরমাণু অস্ত্র আসা মোটেই বন্ধ করা যাবে না। লাপিড আলোচনার প্রক্রিয়াকে ব্যর্থ হিসেবে মেনে নেওয়ার পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের সঙ্গে পরমাণু সংক্রান্ত বোঝাপড়ায় আবার ফিরে যাওয়া মারাত্মক ভুল হবে। নিজের বক্তব্যের পক্ষে তিনি জার্মান চ্যান্সেলরকে ইসরায়েলি গোয়েন্দা সূত্রে সংগ্রহ করা নানা গোপন তথ্য দেখিয়েছেন বলে লাপিড দাবি করেন।

সর্বশেষ খবর