বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

প্যারিসের আকাশে উড়ল প্রথম ড্রোন ট্যাক্সি

প্যারিসের আকাশে উড়ল প্রথম ড্রোন ট্যাক্সি

প্যারিসের আকাশে উড়ল প্রথম ড্রোন ট্যাক্সি। একাধিক রোটার যুক্ত একটি বৈদ্যুতিক হেলিকপ্টার বৃহস্পতিবার প্যারিসের কাছে প্রচলিত এয়ার ট্র্যাফিকে প্রথম উড়ান সম্পন্ন করেছে। এর নাম ভলোকপ্টার টেস্ট এয়ারক্রাফট। এটি একটি বড় ড্রোনের মতো দেখতে। এতে আটটি রোটর রয়েছে। প্যারিসের বাইরে পন্টোয়েস-কোরমেইলেস এয়ারফিল্ড থেকে একজন যাত্রী নিয়ে এটি উড়ান দিয়েছিল। আশপাশে অন্য বিমানগুলো থাকা অবস্থায় তাদের আশপাশে প্রদক্ষিণ করতে পেরেছিল ভলোকপ্টার। দেশটির প্রশাসন ২০২৪ সাল থেকে বাণিজ্যিক উড়ানের জন্য প্রস্তুত করছে বলে জানিয়েছে। জার্মান কোম্পানি ভলোকপ্টারের সিইও ডার্ক হোক বলেছেন যে, আগামী দেড় বছরের মধ্যে অনুমোদনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেছেন, ২০২৪ সালের মধ্যে ছোট বাণিজ্যিক উড়ান চালু করার আশা করছেন তারা। সেই সময় প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। গবেষকরা এটি দুই আসনে করার জন্য কাজ করছে। সেখানে শুধুমাত্র যাত্রীরা থাকবেন। কিন্তু পাশাপাশি তারা এও স্বীকার করেছেন যে পরিকাঠামো, আকাশসীমা ইন্টিগ্রেশন এবং জনগণের গ্রহণযোগ্যতার পরিপ্রেক্ষিতে এখনো অনেক কাজ বাকি রয়েছে।

পরীক্ষামূলক উড়ানের পাইলট পল স্টোন বলেছেন, এ যন্ত্রের ডিজিটাল ফ্লাই-বাই-ওয়্যার সিস্টেম এবং একাধিক রোটরের উড়ানকে সাধারণ হেলিকপ্টারের তুলনায় অনেক সহজ করে তোলে।

সর্বশেষ খবর