শিরোনাম
মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সোমালিয়ায় হোটেল জিম্মি করেছে জঙ্গিরা, নিহত ৪

আবারও জঙ্গি হামলায় রক্তাক্ত সোমালিয়ার রাজধানী মোগাদিশু। রবিবার রাতে শহরটির একটি হোটেল জিম্মি করে জঙ্গিরা। এরপর বিস্ফোরণ ও গুলি চালায়। গতকাল পর্যন্ত নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের লড়াই চলে। হামলায় চারজনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন অনেকে। হামলার দায় স্বীকার করেছে পশ্চিম আফ্রিকায় আল-কায়েদার হয়ে কাজ করা জঙ্গি সংগঠন আল শাবাব।

হোটেলটির নাম ভিলা রোজ। এটি সরকারি কর্মকর্তাদের কাছে পছন্দের। হোটেলটি থেকে কয়েকজন মন্ত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে একজন মন্ত্রী হামলার ঘটনায় আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে এবং আরেকজন মন্ত্রী পরিবেশমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, তিনি হামলা থেকে প্রাণে বেঁচেছেন। আল শাবাবের দখল করা এলাকাগুলো সম্প্রতি সোমালিয়ার সরকারি সেনারা আফ্রিকান ইউনিয়ন বাহিনী এবং স্থানীয় মিলিশিয়াদের সহায়তায় পুনরুদ্ধার করা শুরু করার পরও এই জঙ্গি গোষ্ঠীটি দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে। গত আগস্ট মাসে মোগাদিশুর অদূরে অবস্থিত হায়াত হোটেলে হামলা চালায় জঙ্গিরা। ওই ঘটনায় আটজনের মৃত্যু হয়।

 

সর্বশেষ খবর