চীনের শীর্ষ ধনী হয়েও স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, সপরিবারে জাপানের রাজধানী টোকিওতে আত্মগোপনে রয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, চীনে সম্প্রতি প্রযুক্তি খাতের শক্তিশালী শীর্ষ ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের সঙ্গে চলমান দ্বন্দ্বের কারণে নিজের নিরাপত্তায় এ কৌশল নিয়েছেন জ্যাক মা। দুই বছর আগে জ্যাক মা সাংহাই সামিটে চীনা নিয়ন্ত্রক সংস্থার বৈষম্যমূলক নীতির সমালোচনার পর থেকেই এ অবস্থার সৃষ্টি হয়।
করেন। এ সমালোচনামূলক বক্তব্যের পরই চীনা সরকার আলিবাবার সহযোগী আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের প্রায় ৩৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের আইপিও স্থগিত করে শেয়ারবাজারে প্রবেশের পথ বন্ধ করে দেয়। এর পর থেকেই নিজেকে জনসাধারণের কাছ থেকে অনেকটা আড়ালে রাখতে শুরু করেন জ্যাক মা। সম্প্রতি জাপানিজ মিডিয়া কোম্পানি নিক্কেইর মালিকানাধীন যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ফাইন্যানশিয়াল টাইমস গোপন সূত্রের বরাতে জানিয়েছে, জ্যাক মা ছয় মাস ধরে সপরিবারে জাপানে বসবাস করছেন। সেখানেই তিনি দেহরক্ষীসহ খুব গোপনীয়তার সঙ্গে গুটিকয় আস্থাশীল কোম্পানি কর্মকর্তাকে নিয়ে বৈঠক করে ব্যবসায় কর্মকান্ড পরিচালনা করছেন এবং পরিবারের সঙ্গে একান্ত সময় কাটাচ্ছেন। এ ছাড়া নানা সময়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভ্রমণ করছেন।