মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভারত ও পাকিস্তানের মধ্যে কী কী তথ্য বিনিময় হলো

ভারত ও পাকিস্তানের মধ্যে কী কী তথ্য বিনিময় হলো

নতুন বছরে প্রথম দিনেই ভারত-পাকিস্তান পারমাণবিক অস্ত্রসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক তথ্য আদান-প্রদান করেছে। ভারতের জেলে কয়জন পাকিস্তানি আটক রয়েছে আর পাকিস্তানের জেলে কতজন ভারতীয় নাগরিক রয়েছে তারও তথ্য একে অপরের হাতে তুলে দিয়েছে। পারমাণবিক তথ্য দেওয়ার পাশাপাশি দুটি দেশই পরস্পর অঙ্গীকারবদ্ধ যে দুই দেশের মধ্যে শত্রুতা চরমে উঠলেও এগুলো দিয়ে হামলা চালানো যাবে না। ১৯৯২ সাল থেকেই এই পারস্পরিক তথ্য আদান-প্রদান চলছে দুই দেশের মধ্যে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, এটি বার্ষিক অনুষ্ঠানের অংশ। যা দুই প্রতিবেশী দেশের মধ্যে তিন দশকেরও বেশি সময় ধরে চলছে। ভারত ও পাকিস্তানের মধ্যে এ জাতীয় প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর। সেই সময় থেকেই দুই দেশের একে অপরের কাছে পরমাণবিক ইনস্টলেশ ও পারমাণবিক সুবিধাগুলোর তালিকা প্রকাশ করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের জেলে ৩৩৯ জন পাকিস্তানি বন্দি রয়েছে। তারা সাধারণ নাগরিক। তবে ৯৫ জন মৎস্যজীবীও ভারতের জেলে বন্দি রয়েছেন।

সর্বশেষ খবর