মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

শপথ নিয়ে লুলা বললেন ‘ব্রাজিলকে বাঁচাব’

শপথ নিয়ে লুলা বললেন ‘ব্রাজিলকে বাঁচাব’

ব্রাজিলে তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বামপন্থি লুলা দ্য সিলভা। বললেন, ব্রাজিল ও অ্যামাজনকে বাঁচাবেন। এ সময় তিনি মন্তব্য করেন, অতি-দক্ষিণপন্থি বলসোনারো ব্রাজিলকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছেন। তার কাজ হবে ব্রাজিলকে বাঁচানো এবং অবশ্যই অ্যামাজনকে রক্ষা করা। বলসোনারো অ্যামাজনের জঙ্গল যথেচ্ছভাবে কেটে ফেলার পক্ষে ছিলেন। লুলা তার সম্পূর্ণ বিরোধী। ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা। গত অক্টোবরে বলসোনারোকে হারিয়ে ফের প্রেসিডেন্ট হলেন ৭৭ বছর বয়সী এই বামপন্থি নেতা।

কী প্রতিশ্রুতি দিলেন লুলা : প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর লুলা বলেছেন, তিনি সংবিধানকে মেনে চলবেন এবং রক্ষা করবেন। তিনি ৩ কোটি ৩০ লাখ মানুষকে ক্ষুধার হাত থেকে বাঁচাবেন।

১০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলবেন। লুলা বলেন, ব্রাজিলের পরিবেশগত যে শক্তি আছে তা অন্য কোনো দেশের নেই। সুতরাং দেশের কৃষি খাতের উন্নয়নে অ্যামাজন পরিষ্কার করার কোনো দরকার নেই। শপথ নেওয়ার পর খোলা রোলস রয়েসে চড়ে প্রাসাদে যান লুলা। সে সময় তাকে অভিনন্দন জানান প্রায় ৩০ হাজার মানুষ।

সর্বশেষ খবর