মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মোদির নোট বাতিলের সিদ্ধান্তকে বৈধতা দিলেন সুপ্রিম কোর্ট

২০১৬ সালের ৮ নভেম্বর, রাত ৮টা। ঐতিহাসিক সিদ্ধান্ত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আচমকা ঘোষণায় জানান, এখন থেকে বাতিল করা হলো ১০০০ টাকা এবং ৫০০ টাকার নোট। নতুন নোটে চলবে সবকিছু। পরবর্তীকালে সেই সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল। এ বিষয়ে একাধিক মামলা হয় সুপ্রিম কোর্টে। গতকাল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানান, নোট বাতিলের সিদ্ধান্ত আইনত বৈধ ছিল। আরও বলা হয়, রিজার্ভ ব্যাংকের সঙ্গে ছয় মাস ধরে আলোচনার পরই নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। একই সঙ্গে এদিন নোট বাতিলবিরোধী যাবতীয় মামলা খারিজ করেন শীর্ষ আদালত। পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সংখ্যাগরিষ্ঠের (৪-১) রায়ে সরকারের সিদ্ধান্ত বৈধ জানিয়ে বলেন, ভাবনাচিন্তা করেই ওই সিদ্ধান্ত গৃহীত হয়।

যদিও কালো টাকা উদ্ধার, সন্ত্রাসবাদীদের অর্থাগমন বন্ধের মতো উদ্দেশ্য সফল হয়েছে কি না, তা প্রাসঙ্গিক নয়। কিন্তু এক বিচারপতি বলেছেন, সরকার যেভাবে একাজ করেছে, তা ‘আন ল ফুল’ বা ‘বেআইনি’। এই বিচারপতির নাম বিভি নাগারত্না। তিনি বলেছেন, নোটবন্দিতে ক্ষমতা দেখানো হয়েছে, আইনের প্রয়োগ হয়নি। সে কারণেই এটি পদ্ধতিগতভাবে বেআইনি। যদিও এখন আর ওই সময়টি বদলে ফেলা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ খবর