মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ইউরো ও শেঙেন এলাকার সদস্য হলো ক্রোয়েশিয়া

বিশ্বকাপ ফুটবলে অনেক দূর এগিয়েও থমকে যেতে হয়েছিল ক্রোয়েশিয়াকে। কিন্তু ইউরোপীয় সমন্বয় প্রক্রিয়ায় যথেষ্ট এগিয়ে গেল সাবেক যুুগোস্লাভিয়ার এই দেশ। ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ নতুন বছরের প্রথম দিনে এ ‘ঐতিহাসিক মুহূর্ত’-এর গুরুত্ব তুলে ধরেন। ইউরোপীয় ইউনিয়নে যোগদানের ১০ বছর পর সে দেশ নিজস্ব মুদ্রা ‘কুনা’ ত্যাগ করে ‘ইউরো’ চালু করল। ফলে ইউরো এলাকার সদস্য দাঁড়াল ২০। বিশ্বের সবচেয়ে বড় অভ্যন্তরীণ সীমাহীন এলাকা হিসেবে শেঙেন চুক্তিভুক্ত দেশের সংখ্যাও রবিবার ২৭ ছুঁলো। প্রায় ৩৯ লাখ মানুষের দেশ ক্রোয়েশিয়া যোগ দেওয়ায় শেঙেন এলাকার জনসংখ্যা দাঁড়াল প্রায় ৪০ কোটি। স্লোভেনিয়া ও হাঙ্গেরির সঙ্গে সীমান্ত নিয়ন্ত্রণ উঠে যাওয়ার পর ইউরোপের বহিঃসীমানা হিসেবে সার্বিয়া ও বসনিয়া সীমান্তে আরও কড়া নিয়ন্ত্রণ চালু করছে ক্রোয়েশিয়া।

এতকাল স্লোভেনিয়া ও হাঙ্গেরি সীমান্ত পার হতে দীর্ঘ অপেক্ষা করতে হতো। স্থলসীমান্তে নিয়ন্ত্রণ উঠে গেলেও প্রযুক্তিগত কারণে বিমানবন্দরে সেই সুযোগ চালু করতে ২৬ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অভিন্ন ভিসার সুযোগের দৌলতে সে দেশে পর্যটন ক্ষেত্রের বাড়তি সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে ইইউ-প্রধান উরসুলা ভন ডের লিয়েন টুইটারে লিখেছেন, এটি নতুন সূচনার সময়।

সর্বশেষ খবর