পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি আস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার আগে সে সময়ের সেনাপ্রধানের সঙ্গে সর্বশেষ বৈঠকে জেনারেল কামার আহমেদ বাজওয়া তাকে ‘প্লেবয়’ ডেকেছিলেন। সোমবার নিজের লাহোরের বাসভবনে ইমরান সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তার নামে ছড়িয়ে পড়া তিনটি ‘নোংরা অডিও’ নিয়ে বলতে গিয়ে এ কথা জানান। ‘এ ধরনের নোংরা অডিও ও ভিডিওর মাধ্যমে আমরা আমাদের যুবসমাজকে কী বার্তা দিচ্ছি,’ ক্ষমতাসীন প্রভাবশালী, যারা এ ধরনের অডিও রেকর্ড করছে তাদেরকে পরোক্ষভাবে দোষারোপ করে ইমরান এমনটাই বলেছেন বলে জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)। সম্প্রতি ফাঁস হওয়া তিনটি অডিও ক্লিপ পাকিস্তানের রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছে। ওই তিনটি ক্লিপে ইমরানের ‘ফোন সেক্সের’ প্রমাণ আছে বলে বলছে বিরোধীরা।
ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ ওই তিনটি ক্লিপকে জাল বলে অভিহিত করেছে।
ইমরান বলেন, ‘২০২২ সালের আগস্টে, জেনারেল বাজওয়ার সঙ্গে এক বৈঠকে তিনি আমাকে বলেছিলেন, তার কাছে আমার দলের লোকের অডিও ও ভিডিও আছে। তিনি আমাকে এও স্মরণ করিয়ে দেন যে, আমি ‘পেবয়’ ছিলাম। আমি তাকে বলেছি, হ্যাঁ, অতীতে আমি পেবয় ছিলাম, আর আমি নিজেকে কখনোই ফেরেশতা দাবি করিনি।’ সাবেক এ প্রধানমন্ত্রী জানান, তিনি সে সময়ই সন্দেহ করছিলেন যে, বাজওয়া তাকে ক্ষমতাচ্যুত করতে মনস্থির করে ফেলেছে।