বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ডে নির্বাচনের তফসিল ঘোষণা

কলকাতা প্রতিনিধি

ভারতের উত্তর পূর্ব অঞ্চলের তিন রাজ্য ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডে বিধানসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। গতকাল বিকালে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। ত্রিপুরায় ভোট নেওয়া হবে ১৬ ফেব্রুয়ারি এবং মেঘালয় ও নাগাল্যান্ডে ২৭ ফেব্রুয়ারি। তিন রাজ্যে ভোট গণনা ২ মার্চ। ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ড- এ তিন রাজ্যের প্রত্যেকটিতে ৬০টি করে বিধানসভার আসন রয়েছে। ত্রিপুরায় ক্ষমতায় রয়েছে বিজেপি। ২৫ বছর ধরে উত্তর পূর্ব ভারতের এ রাজ্যটিতে ক্ষমতা থাকা বাম সরকারকে উৎখাত করে ২০১৮ সালে ক্ষমতায় আসে বিজেপি। এবার ত্রিমুখী লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। মেঘালয় রাজ্যে বিজেপির সঙ্গে জোট সরকারে রয়েছে ‘ন্যাশনাল পিপল পার্টি’ (এনপিপি)  এবং নাগাল্যান্ডে ‘ন্যাশনাল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি’ (এনডিপিপি) এর সঙ্গে বিজেপি জোট সরকার রয়েছে।

 

সর্বশেষ খবর