বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বাড়ি-মার্কেটও পুড়িয়ে দিচ্ছে ইসরায়েল

ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালানোর পাশাপাশি ইসরায়েল এখন বাড়ি ও গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে। আলজাজিরা জানিয়েছে, অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলরা অন্তত ৩০০ বার হামলা চালিয়েছে। এই হামলাকে ফিলিস্তিনি কর্মকর্তারা ‘সুসংগঠিত হত্যা সাধন এবং লুণ্ঠন’ হিসেবে অভিহিত করেছেন। নাবলুসের দক্ষিণ দিকের গ্রাম জাতরাতে গত দুদিন আগে সামিহ আল-আকতাস নামের ৩৭ বছর বয়সি এক ব্যক্তির পেটে গুলি করে ইসরায়েলরা। এতে আহত হয়ে পরের দিন মারা যান তিনি। ইসরায়েলদের হাতে প্রাণ হারানো সামিহ মাত্র পাঁচ দিন আগে তুরস্ক থেকে ফিরেছিলেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তুরস্কে গিয়েছিলেন তিনি। এছাড়া ইসরায়েলি বাহিনী ওই এলাকায় পরে স্থানীয়দের বাড়িতে ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় সময় সোমবার সংবাদমাধ্যম আলজাজিরাকে তিনি বলেছেন, ‘গতকাল আমরা ঔপনিবেশিক বসতি স্থাপনকারীদের অপরাধের নতুন মাত্রা দেখলাম।’

যেখানে তারা সবকিছুতে হামলা করেছে। মানে দোকান, মানুষ, সুপার মার্কেট, বাড়ি, গাছ, গাড়ি, গাড়ির গ্যারেজ সব জায়গায় হামলা হয়েছে। তারা বাড়িতে প্রবেশেরও চেষ্টা চালিয়েছে।’

 

সর্বশেষ খবর