সোমবার, ৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

কভিড টিকা আবিষ্কারক রুশ বিজ্ঞানীকে হত্যা

কভিড টিকা আবিষ্কারক রুশ বিজ্ঞানীকে হত্যা

আন্দ্রে বোটিকভ

কভিড টিকা তৈরি করে গোটা বিশ্বের নজর কেড়েছিলেন তিনি। বাঁচিয়েছেন লাখ লাখ প্রাণ। ইউক্রেন যুদ্ধের মধ্যেই রহস্যজনকভাবে মৃত্যু হলো সেই রুশ বিজ্ঞানীর। পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়েছে। ওই রুশ গবেষকের নাম আন্দ্রে বোটিকভ। কভিড টিকা ‘স্পুটনিক ভি’ তৈরিতে বড় অবদান ছিল তার। রুশ প্রশাসন সূত্রে খবর, নিজের অ্যাপার্মেন্টে বোটিকভের লাশ উদ্ধার হয়। তাকে বেল্ট দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে অনুমান তদন্তকারীদের। রুশ সংবাদ সংস্থা তাসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার বোটিকভের লাশ উদ্ধার হয়। ৪৭ বছরের গবেষক রাশিয়ার গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর ইকোলজি অ্যান্ড ম্যাথমেটিকসের একজন জ্যেষ্ঠ গবেষক ছিলেন। ২০২০ সালে কভিড ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ তৈরি করে ফেলে রাশিয়া। গোটা বিশ্বের মধ্যেই সেটাই ছিল প্রথম কভিড ভ্যাকসিন। এ ভ্যাকসিন তৈরিতে মোট ১৮ জন বিজ্ঞানী কাজ করেছিলেন। বোটিকভ ছিলেন এদের মধ্যে অন্যতম। পরের বছর অর্থাৎ ২০২১ সালে তাকে অর্ডার অব মেরিট ফর দ্য ফাদারল্যান্ড পুরস্কারে সম্মানিত করেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এ ঘটনায় ২৯ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। নিহত বিজ্ঞানীর লাশ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর