যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে উত্তপ্ত মার্কিন রাজনৈতিক অঙ্গন। পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের মামলায় অভিযুক্ত ট্রাম্প আদালতে আত্মসমর্পণ করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে আইনজীবী নিয়োগ করেছেন। ওদিকে, নিজেকে নির্দোষ প্রমাণ করে ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন এমনটাই বিশ্বাস তার ভক্তদের। সাবেক পর্নো তারকা ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে অর্থ দেওয়ার মামলায় গত ৩০ মার্চ ম্যানহাটানের গ্র্যান্ড জুরি আদালত ট্রাম্পকে অভিযুক্ত করেন। যদিও তার বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে তা এখনো প্রকাশ করা হয়নি। তবে সে সময় সিএনএনের খবরে বলা হয়েছিল, ব্যবসায়িক জালিয়াতির অন্তত ৩০ দফা অভিযোগ আনা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে।
ট্রাম্পকে অভিযুক্ত করার খবর যখন সংবাদমাধ্যমে প্রচার হয় তখন তার অনেক ভক্তেরই মনে হয়েছিল, তাদের কিছু একটা করতে হবে।