কয়েক শ মানুষের প্রাণ কেড়ে নেওয়া, লাখো মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য করার পর অবশেষে সুদানে যুদ্ধরত দুই পক্ষ মুখোমুখি আলোচনায় বসেছে। সৌদি আরবের মধ্যস্থতায় শনিবার জেদ্দায় এ আলোচনা শুরু হয়েছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এক যৌথ বিবৃতিতে সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে দুই পক্ষের এই ‘দরকষাকষি পূর্ব আলোচনাকে’ স্বাগত জানিয়েছে। বিবদমান দুই পক্ষের খোলামেলা আলোচনায় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির পথ খুলবে বলেও তাদের আশা।
আলোচনায় আরএসএফের উপস্থিতির কথা নিশ্চিত করে বাহিনীটির নেতা মোহাম্মদ হামদান দাগালো বলেছেন, বেসামরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার যে লক্ষ্য ঠিক হয়েছে, আলোচনায় তা অর্জন করা যাবে বলে তিনি প্রত্যাশা করছেন। দুই পক্ষের সংঘাত এরই মধ্যে অন্তত ৫৫০ লোকের প্রাণ কেড়ে নিয়েছে, গতকাল পর্যন্ত ৪ হাজার ৯০০ আহতের খবর দিয়েছিল সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়। অবশ্য সৌদি আরবে দুই পক্ষের আলোচনার দিন শনিবারও সুদানের রাজধানী খার্তুমে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে।