বুধবার, ১৭ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া?

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া?

কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে কিন্তু মুখ্যমন্ত্রী-সংক্রান্ত বিষয়টি আটকে আছে। ফলাফল আসতে তিন দিন পেরিয়ে গেলেও মুখ্যমন্ত্রীর নাম এখনো ঠিক করতে পারেনি কংগ্রেস। এ বিষয়টি কর্ণাটকের দুই বড় নামের মধ্যে জড়িয়েছে। একদিকে কর্ণাটক কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার ও অন্যদিকে সিদ্দারামাইয়াদের মধ্যে দ্বন্দ্ব চলছে। গতকাল রাতেই এ বিষয়ে ফয়সালা হয়ে যাওয়ার কথা। তার আগে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর ইস্যু বৈঠকে বসে কংগ্রেস নেতারা। সভাপতি মল্লিকার্জন খাড়গের বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীও। তথ্য অনুযায়ী, ৭৭ বছর বয়সী প্রবীণ নেতা সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী হবেন। ডেপুটি মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হবে ডিকে শিবকুমারকে। এ ছাড়া শিবকুমারকে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হবে এবং তিনি রাজ্যে কংগ্রেস দলের নেতৃত্বে থাকবেন।

 

 

সর্বশেষ খবর