রবিবার, ২১ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

যুদ্ধ কোনো বিকল্প নয় : সাই ইং-ওয়েন

যুদ্ধ কোনো বিকল্প নয় : সাই ইং-ওয়েন

তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদের সপ্তম বার্ষিকীতে সাই ইং-ওয়েন বললেন, ‘চীনের সঙ্গে বেড়ে চলা উত্তেজনার মাঝেও তিনি শান্তি বজায় রাখবেন।’ আগামী বছর তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন। চীনের সঙ্গে তাদের সম্পর্ক মোটেও সুবিধাজনক জায়গায় নেই। এ পরিস্থিতিতে সাই ইং-ওয়েন গতকাল তাইওয়ানে শান্তি ও স্থিতিশীলতার বর্তমান অবস্থা বজায় রাখার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। সপ্তম বছর পূর্তিতে বক্তৃতার সময় প্রেসিডেন্ট বলেন, ‘চীনের বেসামরিক আক্রমণ এবং সামরিক হুমকির মুখেও তাইওয়ানের জনগণ শান্ত রয়েছেন। তারা আক্রমণাত্মক নন, যুক্তিবাদী। তাদের মধ্যে উত্তেজনা নেই।’ তাইপেইয়ে এ বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, ‘যুদ্ধ কোনো বিকল্প নয়। কোনো পক্ষ একতরফাভাবে অশান্তিপূর্ণ উপায়ে স্থিতাবস্থা পরিবর্তন করতে পারে না।’ সাই স্পষ্টভাবে বলেছেন, ‘তাইওয়ান চীনের চাপ বা উসকানির কাছে নতি স্বীকার করবে না।’ তিনি জানান, ‘তার মেয়াদকালে তাইওয়ানের বাসিন্দারা বিশ্বকে ‘আত্মরক্ষার জন্য তাইওয়ানের সংকল্প বুঝিয়ে দিয়েছে।’ তার কথায়, ‘যদিও তাইওয়ানকে ঝুঁকি দিয়ে ঘিরে রাখা হয়েছে। তবে তাইওয়ান কোনোভাবেই কারও জন্য ঝুঁকি তৈরি করেনি। বরং আমরা ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়টি নিয়ে দায়িত্বশীল।

সর্বশেষ খবর