বুধবার, ৭ জুন, ২০২৩ ০০:০০ টা

আদালতে সাক্ষ্য দিলেন প্রিন্স হ্যারি

আদালতে সাক্ষ্য দিলেন প্রিন্স হ্যারি

বেআইনি আচরণের অভিযোগে সংবাদপত্র কোম্পানির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি। বহু ফটোগ্রাফার এবং টিভি ক্যামেরার সামনে গতকাল একটি কালো এসইউভিতে আদালতে উপস্থিত হন প্রিন্স হ্যারি। ব্রিটিশ রাজপরিবারের জ্যেষ্ঠ কোনো সদস্য হিসেবে ১৩০ বছরের মধ্যে এই প্রথম আদালতে সাক্ষ্য দিলেন প্রিন্স হ্যারি। সিএনএন জানায়, মামলাটির বিচারকাজ শুরু হয় গত মাসে। ডেইলি মিরর, সানডে মিরর ও সানডে পিপলের প্রকাশক কোম্পানি মিরর গ্রুপ নিউজপেপার্সের বিরুদ্ধে শতাধিক তারকা ও বিখ্যাত ব্যক্তি মামলাটি করেছিলেন। ‘মিরর গ্রুপ অব নিউজপেপারস’ নামে ব্রিটিশ ওই সংবাদ সংস্থার বিরুদ্ধে অনৈতিকভাবে খবর করা, ফোনে আড়িপাতার মামলা করেছিলেন হ্যারি।

ব্রিটিশ রাজসিংহাসনে আরোহণের অপেক্ষমাণ তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন প্রিন্স হ্যারি। কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যমের সঙ্গে আইনি বিরোধ এবং স্মৃতিকথা প্রকাশ ও নেটফ্লিক্সের ডকুমেন্টারি সিরিজ ঘিরে গত ছয় মাস প্রায়ই সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি। স্মৃতিকথা ও ডকুমেন্টারি সিরিজে হ্যারি ট্যাবলয়েড পত্রিকাগুলোর সঙ্গে রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যদের যোগসাজশ থাকার অভিযোগ আনেন।

সেন্ট্রাল লন্ডনের হাই কোর্টে মিরর গ্রুপ নিউজপেপার্সের বিরুদ্ধে হওয়া মামলায় সাক্ষ্য দেন তিনি।

সর্বশেষ খবর