নির্বাচন কমিশনকে (ইসি) অবমাননার অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের বিরুদ্ধে করা মামলার অভিযোগ গঠন আগামী ২ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানাও স্থগিত করেছে নির্বাচন কমিশন। মামলায় পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যের অভিযোগ আনা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে। সোমবার তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কমিশন। একই সঙ্গে তাঁকে গ্রেফতারের পর নির্বাচন কমিশনে হাজির করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়। পরোয়ানা জারির পর গতকাল নির্বাচন কমিশনে হাজির হন ইমরান। মামলার শুনানি করেন চার সদস্যের একটি বেঞ্চ। এরপর নির্বাচন কমিশনের একজন সদস্য বলেন, ২ আগস্ট ইমরানের বিরুদ্ধে অভিযোগ গঠন করবে কমিশন। তাঁকে পরবর্তী শুনানির দিন সশরীর হাজির থাকতে হবে। ইমরান খান, পিটিআই নেতা আসাদ উমর ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধে গত বছরে এ মামলার প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। এদিকে পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে মোট ১৮০টি মামলা রয়েছে। এমন ‘মিথ্যা’ মামলায় তিনি এক আদালত থেকে অন্য আদালতে ছুটছেন। বিশ্বের কোনো দেশে ছয় মাসে একজনের বিরুদ্ধে ১৮০টি মামলা হয়েছে কি না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।
শিরোনাম
- মেলিসায় বিপর্যস্ত জ্যামাইকা, ক্যারিবীয় অঞ্চলে নিহত ৭
- ভারতে আঘাত হানলো ঘূর্ণিঝড় মোন্থা
- রেকর্ড ২৭১ দিন শূকরের কিডনি নিয়ে বেঁচে ছিলেন অ্যান্ড্রুজ
- চ্যাটজিপিটিতে ব্যবহার করা যাবে জনপ্রিয় একাধিক অ্যাপ
- জার্মানিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- মাদুরোকে ধরার গুপ্তচর নাটক: পাইলটকে প্রলুব্ধ করে ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র
- বিপর্যয় পেরিয়ে ইতিহাস: আবারও শীর্ষে অ্যাপল
- হাসপাতালে ভর্তি হাসান মাসুদ
- সময় চেয়ে ৪ মাসেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি বিজিএমইএ সভাপতি
- জলবায়ু সম্মেলনের আগে রক্তাক্ত রিও, নিহত ২০
- গাজায় নতুন হামলার নির্দেশ নেতানিয়াহুর
- চসিকের চারজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট গ্রহণের শুনানি পেছাল
- রাজধানীতে যুবককে কুপিয়ে এক লাখ টাকা ছিনতাই
- হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয় ২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে : রিজভী
- ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ ২ নভেম্বর
- যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে বিএনপি : প্রিন্স
- যুক্তরাষ্ট্র-চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার
- বিএনপি-এনসিপি জোট হবে কিনা বলার সময় আসেনি : সালাহউদ্দিন
- বিমান বাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস সমাপ্ত
ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্থগিত
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর