শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ইমরানের বিচার প্রকাশ্যে করার নির্দেশ আদালতের

ইমরানের বিচার প্রকাশ্যে করার নির্দেশ আদালতের

কারাগারের ভিতরে আদালত বসিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার বেআইনি ঘোষণা করেছিলেন ইসলামাবাদ হাই কোর্ট। এবার তার বিচার প্রকাশ্যেই পরিচালনার নির্দেশ দিলেন আদালত। রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে ২৮ নভেম্বর ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল আদালত এ নির্দেশ দিয়েছেন। এখন তা বাস্তবায়নের অপেক্ষায় আছেন বলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন ইমরানের আইনজীবী নাঈম পানজুথা। আগস্টে ইমরান খান জেলে যাওয়ার পর এবারই তাকে প্রথম জনসম্মুখে দেখা যাবে। আদালতের নির্দেশে নির্ধারিত তারিখে ইমরান খান আদালতে উপস্থিত থাকবেন কি না আইন মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে তা জানতে চাইলে তিনি এ নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইসলামাবাদে গোপন একটি তারবার্তা পাঠিয়েছিলেন। সেই তারবার্তা ইমরান পরে ফাঁস করেছেন অভিযোগে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল। গত মাসে ইমরান খানকে এ মামলায় অভিযুক্ত করা হয়। এরপর থেকেই তার নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকার কথা বলে কারাগারের মধ্যেই একটি বিশেষ আদালত বসিয়ে বিচারকাজ চালানো হচ্ছিল। গত মঙ্গলবার ইসলামাবাদ হাই কোর্ট এই বিচারকে অবৈধ ঘোষণা করেছেন এবং গতকাল প্রকাশ্যে ইমরানের বিচারের নির্দেশ দিয়ে তার বিচার পুনরায় শুরু করতে বলেছেন।

সর্বশেষ খবর