শিরোনাম
বুধবার, ২৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সাগর তলের শহর

সাগর তলের শহর

এ যেন ঠিক মাছেদের শহর। পানির নিচে আস্ত সাজানো-গোছানো শহর। ছোট ছোট ঘর, পিরামিড সবই দেখতে পাওয়া যাবে। এ ধরনের অনেক শহর রয়েছে। তবে সেগুলো ধ্বংসাবশেষ। আসলে একসময়ে এখানেই ছোটাছুটি করত বাচ্চারা। এখন সেখানে রাজত্ব করে বেড়ায় মাছেরা। প্রাচীন সভ্যতায় তিল তিল করে গড়ে উঠেছিল শহরগুলো। প্রকৃতির খেলায় এখন সে সবই পানির তলায় তলিয়ে গেছে। এ ধরনের একটি শহর পোর্ট রয়্যাল; যা জলদস্যুদের শহর হিসেবেই বেশি পরিচিত ছিল। এটি জ্যামাইকার শহর। কিন্তু ১৬৯২ সালে এক ভয়ানক ভূমিকম্পে পুরো শহরটিই ক্যারিবিয়ান সাগরের তলায় তলিয়ে যায়। পানির নিচে এ শহর এখনো দেখা যায়।

সর্বশেষ খবর