ভিয়েতনামের নারী ধনকুবের ট্রুং মি লানের মৃত্যুদন্ড বহাল রেখেছেন দেশটির আদালত। গতকাল লানের আপিল আবেদনটি খারিজ করে দেওয়া হয়। গত এপ্রিলে ১ হাজার ২০০ কোটি ডলার পরিমাণ অর্থ আত্মসাৎ ও ঘুষ গ্রহণের মামলায় দোষী সাব্যস্ত হন লান। এই মামলায় তাকে মৃত্যুদন্ড দেওয়া হয়। এটিকে ভিয়েতনামের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির মামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। লান দেশটির আবাসন কোম্পানি ভান থিন ফাত হোল্ডিংস গ্রুপের চেয়ারপারসন।
বিবিসি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় হো চি মিন সিটির দ্য হাই পিপলস কোর্ট লানের মৃত্যুদন্ড বহাল রাখার ব্যাপারে অনড়। আদালত মনে করেন, মৃত্যুদন্ডের সাজা কমানোর কোনো যৌক্তিকতা নেই। প্রতিবেদনে আরও বলা হয়, লান যদি আত্মসাৎ করা অর্থের তিন-চতুর্থাংশ ফিরিয়ে দিতে পারেন, তবে সাজা কমে যাবজ্জীবন কারাদন্ড হতে পারে। দেশটিতে দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকজন ব্যবসায়ি ও সরকারি কর্মকর্তাকে কারাদন্ড দেওয়া হয়েছে।