শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সেন্ট্রাল পাপুয়া প্রদেশ। গতকাল ভোরে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল নাবিরে শহর থেকে ২৮ কিলোমিটার দক্ষিণে। নাবিরে ইন্দোনেশিয়ার সেই অংশে অবস্থিত, যা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ পাপুয়া নিউগিনির সঙ্গে ভাগাভাগি করে নিয়েছে।
এদিকে ইন্দোনেশিয়ায় সরকারি উদ্যোগে চালু করা বিনামূল্যের খাবার খেয়ে অন্তত ৮০০ স্কুল শিক্ষার্থী অসুস্থ হয়েছে। সম্প্রতি দুটি আলাদা ঘটনায় এ গণবিষক্রিয়া ঘটে। দেশটির কর্মকর্তারা গতকাল জানিয়েছেন, এটি প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ফ্ল্যাগশিপ কর্মসূচির অধীনে সবচেয়ে বড় গণবিষক্রিয়ার ঘটনা।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ১ এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূকম্পন সংস্থা (বিএমকেজি) একে ৬.৬ মাত্রা এবং ২৪ কিলোমিটার গভীরতায় শনাক্ত করেছে। -গালফ নিউজ
এ ছাড়া তারা কয়েকটি ছোট আফটারশকের কথাও জানিয়েছে। ইন্দোনেশিয়া একটি বিশাল দ্বীপপুঞ্জ রাষ্ট্র, যা ভূমিকম্পপ্রবণ প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। জাপান থেকে শুরু হয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে প্রশান্ত মহাসাগরের বিস্তৃত এলাকায় টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে এই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয়ে থাকে।