ভারতের বিহার রাজ্য বিধানসভার নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে এসেছে। তাতে রাজ্যটির নবনির্বাচিত বিধানসভায় ২৪৩ জন বিধায়কের মধ্যে জয়ী মুসলিম বিধায়কের সংখ্যা মাত্র ১১ জন। ২০১৫ সালের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৪ জন মুসলিম প্রার্থী বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০২০ সালের বিধানসভার নির্বাচনে সেই সংখ্যা কমে ১৯ জন মুসলিম নির্বাচিত হয়েছিলেন। আর ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে জয়ী মুসলিম বিধায়কের সংখ্যা ১১ জন, অর্থাৎ শেষবারের তুলনায় আটজন বিধায়ক কম। সদ্য সমাপ্ত বিধানসভার নির্বাচনে রাজ্যটির ২৪৩ আসনের মধ্যে আসাদুদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) সর্বাধিক ২৩ জন মুসলিমকে প্রার্থী করেছিল। এর মধ্যে পাঁচজন মুসলিম বিধায়ক হিসেবে জয়ী হয়েছে। অন্যদিকে, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ১৮ জন মুসলিম প্রার্থীকে প্রার্থী করেছিল, জয়ী হন তিনজন। কংগ্রেস ১০ জন মুসলিমকে দলীয় টিকিট দিলেও মাত্র দুজন জয়ী হয়।
জনতা দল (ইউনাইটেড) চারজন মুসলিমকে মনোনয়ন দিয়েছিল কিন্তু মাত্র একজন বিধায়ক নির্বাচিত হন। সিপিআইএমের হয়ে দুজন মুসলিম প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের কেউই জয়ের মুখ দেখেননি।