৭৭ বছরে পা রেখেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। ক্যানসার চিকিৎসা চললেও বেশ ব্যস্ততার মধ্য দিয়েই দিনটি কাটিয়েছেন যেন এখনো কাজ চালিয়ে যেতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। শুক্রবার লন্ডনে তোপধ্বনির মধ্য দিয়ে দিনটি আনুষ্ঠানিকভাবে উদ্যাপন করা হয়। একই দিনে রাজা নিজেই বৃষ্টির মধ্যে দক্ষিণ ওয়েলসে একটি ট্রেন ডিপোর উদ্বোধন করেন।
এরপর রাজা চার্লস রানি ক্যামিলাকে সঙ্গে নিয়ে অংশ নেন সাইফার্থফা ক্যাসেলের ২০০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে। ঐতিহাসিক এ দুর্গকে ওয়েলসের অন্যতম রত্ন হিসেবে ধরা হয়। -এএফপি
২০২৪ সালের ফেব্রুয়ারিতে অজ্ঞাত ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হলেও রাজা চার্লস নিজেকে রাজকীয় দায়িত্ব পালন থেকে বিরত রাখেননি। এমনকি তিনি লন্ডনের একটি ক্যানসার হাসপাতালে গিয়ে রোগীদের সঙ্গেও কথা বলেন এবং ক্যানসারে আক্রান্ত হওয়ার ‘আঘাত’ নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। এর মধ্যে নিয়মিত ব্যস্ততাপূর্ণ রাজদায়িত্ব পালনের পাশাপাশি গত সেপ্টেম্বরে উইন্ডসর ক্যাসেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় সফরের সময় রাজকীয় দায়িত্ব পালন। বেশির ভাগ কর্মসূচি যুক্তরাজ্যের মধ্যে হলেও কিছু বিদেশ সফরও করেছেন চার্লস। গত মাসে তিনি ও রানি ক্যামিলা ভ্যাটিকান সফর করেন। সেখানে পোপ লিও চতুর্দশের সঙ্গে ঐতিহাসিক যৌথ প্রার্থনায় অংশ নেন। রাজপরিবারবিষয়ক লেখক রবার্ট জবসন বলেন, ‘তারা শুধু বলছে তিনি ক্যানসার নিয়ে বেঁচে আছেন। এর বাইরে কিছু জানা যায় না।’ তিনি আরও বলেন, ‘এর মানে এই নয় যে তিনি রোগমুক্ত হয়েছেন। তবে তিনি দারুণ কাজ করছেন। শতভাগ সুস্থ থাকার প্রত্যাশা করা যায় না।’ চার্লসকে কাজপাগল বলা হয়। দ্রুত কাজে ফিরতে তিনি আগ্রহী ছিলেন বলেও শোনা যায়। তবে কিছু অভ্যাস বদলেছে। আজীবন দুপুরে না খাওয়ার অভ্যাস ভেঙে এখন তিনি মধ্যাহ্ন ভোজ করেন। ভ্যাটিকান সফরে রানি ক্যামিলা বলেন, ‘চার্লস কাজ ভালোবাসেন। এটাই তাঁকে চালিয়ে নিয়ে যাচ্ছে।’ -বিবিসি