পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট কিংবদন্তি ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের একটি বিশেষ সেলে বন্দি আছেন, যা মূলত ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য নির্ধারিত। স্বজন ও সমর্থকদের অভিযোগ, তাঁকে অমানবিক পরিবেশে একঘরে রাখা হয়েছে, যা শারীরিক ও মানসিক নির্যাতনের শামিল। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস জানায়, ৭২ বছর বয়সি ইমরান ৯ ফুট বাই ১১ ফুটের একটি কক্ষে একাই থাকেন। সমর্থকদের দাবি, তিনি প্রতিদিন ২২ ঘণ্টা একাকী বন্দি অবস্থায় কাটান। সাক্ষাতের সুযোগ সীমিত, এমনকি আইনজীবী ও পরিবারের সঙ্গে সাক্ষাৎও হঠাৎ বাতিল করে দেওয়া হয়। এ অবস্থায় ইমরানের দুই ছেলে সুলেমান ও কাসিম যুক্তরাষ্ট্রসহ বিশ্বনেতাদের কাছে বাবার মুক্তির আবেদন জানিয়েছেন। কাসিম বলেন, ‘আমার বাবা একজন নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী। তাঁকে এমন সেলে রাখা হয়েছে যেখানে আলো, বাতাস বা সঠিক চিকিৎসা নেই। এটি মানবাধিকারের বড় লঙ্ঘন।’
গত বছরের আগস্টে গ্রেপ্তারের পর চলতি বছরের জানুয়ারিতে দুর্নীতি মামলায় ইমরান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের সাজা দেওয়া হয়। অভিযোগ ছিল, এক রিয়েল এস্টেট ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ হিসেবে জমি নিয়েছিলেন তাঁরা। এর বাইরে দুর্নীতি ও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসসহ ইমরানের বিরুদ্ধে ৩ শতাধিক মামলা চলছে। পিটিআইয়ের দাবি, এসব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। -দ্য টাইমস