গাজা ও ইউক্রেন যুদ্ধের ব্যয় টানতে টানতে আমেরিকানরা নাজেহাল হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেসওম্যান মার্জরি টেলর গ্রিন। তিনি বলেছেন, গাজা ও ইউক্রেনে চলমান সংঘাত থামানোর ট্রাম্পের প্রচেষ্টা সত্ত্বেও সহিংসতা অব্যাহত রয়েছে। এসব যুদ্ধের ব্যয় টানতে টানতে মার্কিনিরা ত্যক্ত-বিরক্ত। গ্রিন সামাজিক যোগাযোগমাধ্যমে আরও লিখেছেন, ‘যথেষ্ট হয়েছে! সবাই এ যুদ্ধগুলোর কারণে ক্লান্ত এবং এর ব্যয় বহন করতে ত্যক্ত-বিরক্ত। এখন সময় এসেছে সব মনোযোগ আমেরিকান জনগণের দিকে দেওয়ার এবং আমাদের সমস্যাগুলো সমাধান করার।’ ডানপন্থি এ কংগ্রেসওম্যান, যিনি আগে গাজায় হামলাকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছিলেন, বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে রিপাবলিকান দলের মধ্যে অন্যতম সক্রিয় সমালোচক হিসেবে পরিচিত। গাজা ও ইউক্রেনের মতো আন্তর্জাতিক সংঘাত নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্ক তীব্র হচ্ছে। জনগণের দাবিকে কেন্দ্র করে কংগ্রেসের কিছু সদস্য যুদ্ধ ও ব্যয়ের বিষয়ে সতর্কবার্তা দিচ্ছেন। - ডন নিউজ